এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশের সড়ক, মহাসড়ক, ব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও ফেরিতে চলাচলের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কোনো গাড়ি থেকে টোল বা চার্জ আদায় বা আরোপ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে পদ্মা ও যমুনা সেতুর ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না বলে জানিয়েছেন আদালত।
জনস্বার্থের এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এই আদেশ দেন। সড়ক, মহাসড়ক, ব্রিজ, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ও ফেরিতে চলাচলের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গাড়ি থেকে টোল বা চার্জ আদায় বা আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে রুলে।