এমটিনিউজ২৪ ডেস্ক : বাজারে ডাবল সেঞ্চুরি পেরিয়েছে টমেটোর দাম। বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকায়, তবে আরেকটু ভালো মানের টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ টাকায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে এত দামের টমেটো দেখে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, টমেটোর মৌসুম শেষ, আমদানি করা টমেটো বাজারে বিক্রি হচ্ছে, তাই দাম অনেক বেশি।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতি কেজি টমেটোর দাম ডাবল সেঞ্চুরি পেরিয়েছে। যেখানে একটি টমেটোর দাম পড়ছে প্রায় ২৬ টাকা।
রাজধানী বাড্ডার একটি বাজারে অন্যান্য সবজির সঙ্গে পাঁচ কেজি টমেটো এনে বিক্রি করছিলেন বিক্রেতা এরশাদ আলী। তিনি বলেন, টমেটোর মৌসুম শেষ হয়ে গেছে, সে কারণে বাজারে বেশি টমেটো নেই। যেসব টমেটো আছে, এগুলো সব এলসি করা টমেটো।
আমদানি করা এসব টমেটোর কেনা দাম অতিরিক্ত বেশি পড়ছে। আমি এক পাল্লা (৫ কেজি) কারওয়ান বাজার থেকে কিনে এনেছি ৮০০ টাকা দরে। ফলে আমার সেখানেই কেনা পড়েছে ১৬০ টাকা। এরপর লেবার খরচ, পরিবহন খরচ, দোকানে বিক্রির বাজার খরচ ও নিজের পরিশ্রমের দাম সব মিলিয়ে প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি করছি।
এই বিক্রেতা বলেন, একটু আগে একজন কাস্টমার এসেছিল সালাদ খাবে বলে টমেটো কিনতে। বেশি দাম শুনে তিনি বলেছেন একটি টমেটো দিতে। সেই একটি টমেটোই হয়েছে ১০০ গ্রামের একটু বেশি, ফলে সেটির দাম পড়েছে ২৬ টাকা। তার মানে বাজারে একটি টমেটোই বিক্রি হচ্ছে ২৬ টাকায়।
রাজধানীর রামপুরা এলাকার বাজার থেকে অন্যান্য সবজির সঙ্গে এক কেজি টমেটো কিনেছেন স্থানীয় বাসিন্দা সাজেদুর রহমান সাজ্জাদ। তিনি বলেন, বাজারে গিয়ে টমেটোর দাম শুনে তো আমার চোখ কপালে উঠেছিল। টমেটোর দাম যে এত বেড়েছে এটা আমার ধারণাতেই ছিল না। অন্য সময় হলে অবশ্যই এত দাম দিয়ে টমেটো কিনতাম না। কিন্তু বাসায় আত্মীয়-স্বজন আসছে, সে কারণে বাধ্য হয়ে আমাকে টমেটো কিনতে হলো। এক কেজি টমেটোর দামি পড়ে গেল ২০০ টাকা, যদিও এর চেয়েও বেশি দামে অর্থাৎ ২২০-২৩০ টাকা কেজিতেও বাজারে টমেটো বিক্রি হচ্ছে।
একই বাজারের আরেক ক্রেতা আব্দুল মালেক বলেন, বাজারের সবকিছুর দামি বাড়তি। টমেটোর কেজি ডাবল সেঞ্চুরি পেরিয়েছে। বাজারে এমন কিছু নেই যার দাম বেশি নয়। অথচ সাধারণ ক্রেতাদের পক্ষে কেউ কাজ করছে না। বাজার মনিটরিং হয় না, যখন যেমন ইচ্ছা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। বলতে গেলে আমরা ব্যবসায়ীদের কাছে জিম্মি। সব ধরনের পণ্য সাধারণ ক্রেতাদের নাগালে রাখতে নিয়মিত বাজার মনিটরিংসহ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত।
টমেটোর দামের বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, বাজারে হঠাৎ করেই টমেটোর দাম বেড়ে গেছে। আজ প্রতি পাল্লা টমেটো পাইকারি বিক্রি করেছি ৮০০ টাকা দরে। তার মানে প্রতি কেজির দাম পড়েছে ১৬০ টাকা। আসলে বাজারে এখন সব আমদানি করা টমেটো। আমাদের নিজস্ব টমেটোর মৌসুম শেষ হয়ে গেছে। ফলে এখন টমেটোর দাম বাড়তি যাচ্ছে। আবার যখন নতুন করে টমেটো উঠতে শুরু করবে তখন দাম কমে যাবে।
তিনি বলেন, দাম বেশি হওয়ার কারণে এখন বাজারে টমেটো আগের তুলনায় অনেক কম বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে টমেটোর সরবরাহ এমনিতেই কম।
এছাড়া, যেসব বিক্রেতারা আমাদের কাছ থেকে টমেটো কিনে নিয়ে যায়, তারাও এখন আগের চেয়ে কম পরিমাণে টমেটো কিনছে। যদি কেউ আগে ২০ কেজি টমেটো কিনত, সে এখন ৫/১০ কেজি কিনছে। এ কারণে আমাদের বিক্রিও কমেছে। একইভাবে যেসব খুচরা বিক্রেতারা কিনে নিয়ে গিয়ে স্থানীয় বাজারে বিক্রি করছে, সেখানেও তাদের ক্রেতা কম। যে ক্রেতা আগে এক কেজি টমেটো কিনতো, তারাই এখন আধা কেজি কিনছে। কেউ আবার কিনছেই না।