সোমবার, ০৮ জুলাই, ২০২৪, ১০:১৪:৫০

যে এলাকায় রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

যে এলাকায় রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধের নির্দেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় প্রতিদিন রাত ৮টার পর দোকান ও মার্কেট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে সপ্তাহে দেড় দিন এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতেও বলা হয়েছে। রোববার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় খুলনার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ১১৪ (১) এর বিধান মোতাবেক সংশ্লিষ্ট প্রত্যেক দোকান বা বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ধারা ১১৪(৩) এর বিধান মোতাবেক কোনো দোকান রাত ৮টার পরে খোলা রাখা যাবে না। উল্লিখিত বিধান প্রতিপালের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী মহাপরিদর্শক মো. শাহীনুর রহমান বলেন, প্রতিদিন রাত ৮টার পরে মার্কেট বন্ধ রাখা ও সপ্তাহে দেড়দিন বন্ধ রাখার বিষয়টি আমাদের আইনেই আছে। সবশেষ সমন্বয় সভায় আমাদের মহাপরিদর্শক স্যার এ বিষয়টি বেশি গুরুত্ব দিয়েছেন। বিষয়টি ব্যাপক প্রচার প্রচারণার জন্য বলা হয়েছে। পাশাপাশি এই আইন বাস্তবায়নের জন্য আমাদের তদারকি থাকবে। কেউ আইন না মানলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করার সুযোগ আছে।

তিনি আরও বলেন, এ আইন সারা বছরের জন্য প্রযোজ্য। তবে বিদ্যুতের ক্রাইসিসের সময় বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে