এমটিনিউজ২৪ ডেস্ক : কাঁচা মরিচ একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ টাকায় বিক্রি হয়েছিল। শনিবার (১৩ই জুলাই) ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম রোববার (১৪ই জুলাই) এক লাফে নেমেছে প্রায় অর্ধেকে।
বিক্রেতারা গণমাধ্যমকে জানান, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে। এদিন রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করছেন তারা।
বিক্রেতারা বলেন, শনিবারও তারা ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ বাড়ায় দাম কমেছে। মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে খুচরা দোকানগুলোতে।