এমটিনিউজ২৪ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে দুই মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে সরকার। আজ বিকেলেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে পারেন তারা।
সরকারের পক্ষ থেকে আলোচনার দায়িত্বপ্রাপ্তরা হলেন আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আজও আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত কয়েক দিনে এই আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থীসহ পথচারী, শ্রমিক নিহত হয়েছেন।