বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ০৬:৪৩:১২

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হওয়ার খবরটি ‘গুজব’

বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হওয়ার খবরটি ‘গুজব’

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে বলে যে খবর প্রকাশ করা হয়েছে সেটি ‘গুজব’।

বুধবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, বাংলাদেশি কর্মীদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি। ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এটি গুজব। আরব আমিরাতের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন ভিসা বন্ধের তথ্য সঠিক নয়। এ নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের কিছু সড়কে জড়ো হয়ে কিছু বাংলাদেশি কর্মী বিক্ষোভ করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটি বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা বন্ধ করেছে মর্মে খবর ছড়িয়ে পড়ে। দেশের কয়েকটি গণমাধ্যমও এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে প্রবাসীরা আরব আমিরাতে বিক্ষোভ করায় ভিসা বন্ধ করেছে আমিরাত। সেইসঙ্গে ৫৭ জনকে সাজা দেওয়ার খবরও প্রচার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে