রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ০১:৫৮:১২

বিরাট এক সুখবর সকল মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য

বিরাট এক সুখবর সকল মোবাইল ইন্টারনেট গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা ১০ দিন পর মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ বিকাল ৩টা থেকে চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩ দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।

রবিবার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর সব অপারেটরের ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন।

তিনি বলেন, ‌‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক, (নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে) যাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ছিল, তাদের তো ব্যক্তিগতভাবে কোনো দোষ নাই। নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তারা সেসময় ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।’

এই সব বিষয় বিবেচনায় রেখে আলোচনা করে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে