সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ০৩:২৪:১৯

কাল থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

কাল থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক :  শ্রাবণের মাঝামাঝি এসে বৃষ্টি কমে গেছে। গত শনিবার থেকে দেশের অন্তত ১৬ জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। আজও বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে তাপপ্রবাহের পাশাপাশি দেশের তিন বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্র বলছে- মঙ্গলবার (৩০ জুলাই) থেকে আবার দেশের বড় একটা অংশে বৃষ্টি হতে পারে।

দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়। পরে আবার তা কমে আসে। এর মধ্যে গত শনিবার দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে শুরু করে। রোববারও তা ছিল।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি কমে গেছে। সোমবার বৃষ্টি কম হতে পারে। আর বৃষ্টি কমে যাওয়ায় শুরু হয়েছে তাপপ্রবাহ।

তিনি বলেন, মঙ্গলবার থেকে দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। দুই থেকে তিন দিন এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে