সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ০৩:২৭:০২

বড় সুখবর এনআইডি সংশোধন নিয়ে

বড় সুখবর এনআইডি সংশোধন নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম। বিষয়টি বাস্তবায়নের জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন তিনি।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। সেবা প্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া, জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এদিকে ইসি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা সীমিত ছিল। এ ছাড়া এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে