সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ০৮:১৪:৫৫

স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

 স্থগিত ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা

এমটিনিউজ২৪ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। সোমবার (২৯ জুলাই) কমিশনের সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিপিএসসি সূত্র জানায়, প্রশ্ন মডারেশন, চলমান পরিস্থিতি ও আরো কিছু কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, আগামী ২৮ আগস্ট থেকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিভাগভিত্তিক ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা হয়। 

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী। এসব প্রার্থীই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

এ বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে