 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বুধবার রাতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। একই আদেশে বদলি করা হয়েছে ডিএমপির আরো দুই কর্মকর্তাকে।
আদেশপত্র সূত্রে জানা গেছে, ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তরে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম কমিশনার গোয়েন্দা উত্তর, খোন্দকার নুরুন্নবীকে যুগ্ম কমিশনার (অপারেশন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে অন্য এক আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবিপ্রধান হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিবিপ্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।