এমটিনিউজ২৪ ডেস্ক : টানা বৃষ্টিতে পদ্মা ও মেঘনায় প্রচুর ইলিশ ধরা পড়ায় চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে মণে মণে ইলিশ আসতে শুরু করেছে। আকারভেদে ইলিশের দাম কম থাকায় ক্রেতা সমাগমও বেড়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুরে বড়স্টেশন মাছঘাটে গেলে ওড়ায় ওড়ায় ইলিশ নামাতে দেখা যায়।
জেলে কাদির বলেন, ‘বৃষ্টি হওয়ায় জেলেদের জালে ইলিশ বেশি ধরা পড়ছে। এছাড়া এবার পদ্মা ও মেঘনায় বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। এমন আরও কিছুদিন বৃষ্টি থাকলে আমাদের জন্য ভালো হয়।’
মাছ ব্যবসায়ীরা বলছেন, ২০০ টাকা কমে বর্তমানে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১১০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এক কেজি ও এর চাইতে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০-১৫০০ টাকা কেজি।
ফরিদগঞ্জ থেকে ইলিশ কিনতে আসা বিল্লাল বলেন, ‘কম দামে পাওয়ার আশায় বড়স্টেশন মাছঘাটে এসেছি। ইচ্ছে আছে, বড় আকারের ১০-১২টি ইলিশ কিনব।’
চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত বলেন, ‘টানা বৃষ্টি হওয়ায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। গত কয়েকদিন গড়ে ২০০-৩০০ মণ বিক্রি হলেও বর্তমানে ৮০০-১০০০ মণ ইলিশ বিক্রি হচ্ছে। সামনে হয়তো আড়াই থেকে তিন হাজার মণ ইলিশ বিক্রি করতে পারব বলে আশা করছি।’