এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে বসেছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন দলটির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক কিছুক্ষণ আগে শুরু হয়েছে।
এর আগে ২৭ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।