সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬:৩৭

স্কয়ারের এমডি অঞ্জন চৌধুরী পিন্টুকে হাইকোর্টে তলব

স্কয়ারের এমডি অঞ্জন চৌধুরী পিন্টুকে হাইকোর্টে তলব

এমটিনিউজ২৪ ডেস্ক : আদালতের নিষেধাজ্ঞার পরও স্কয়ারে প্যাকেটজাত পণ্যে ‘রাঁধুনি ট্রেডমার্ক’ ব্যবহার করায় তার ব্যাখ্যা দিতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালককেও তলব করা হয়েছে। 

আগামী ২০ সেপ্টেম্বর তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার  আদেশ দিয়েছেন।

আজ (সোমবার) আবেদনকারী আইনজীবী নিয়াজ মোর্শেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে