এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর গার্মেন্টস শ্রমিকদের জন্য! এবার গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ কাটাতে একটা রিভিউ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ কাটাতে রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গার্মেন্টস শ্রমিকদের স্বল্প মেয়াদি দাবি পর্যালোচনা করবে। এজন্য কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটিতে গার্মেন্টেস মালিকদের প্রতিনিধিও থাকবে।
তিনি আরও বলেন, শ্রমিক অঙ্গনের একটা উত্তেজনাকর পরিস্থিতি। সে বিষয়ে দফায় দফায় আলোচনা চলছে। আজকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। যেকোনো সমস্যা সমাধানে একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করা হয়েছে। খুব দ্রুতই সেই রিভিউ কমিটি ঘোষণা করা হবে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, শ্রমিকরা যাতে তাদের দাবিগুলোর রিভিউ কমিটিতে দিতে পারে। রিভিউ কমিটি সেই সমস্যাগুলো অধিদপ্তর বা মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানে কাজ করতে পারবে।