এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায় যে, আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা ও স্থগিত হতে পারে। তবে রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট ঘোষণা দেয় যে, ২ জানুয়ারি সকাল ১০টা থেকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী হবে এবং আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রস্থলে উপস্থিত থাকতে হবে। প্রবেশপত্র ডাউনলোডের জন্য প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে ওয়েবসাইট (admit.dpe.gov.bd) থেকে লগইন করে Username ও Password অথবা এসএসসি রোল, বোর্ড ও পাশের সন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্টকপি এবং জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক। ওএমআর শিট পূরণের নিয়মাবলী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য প্রবেশপত্রে উল্লেখ থাকবে।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইসসহ যেকোনো ধরনের নিষিদ্ধ বস্তু সঙ্গে নেওয়া বা রাখা কঠোরভাবে নিষেধ। এসব নিয়ম ভঙ্গ করলে পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অসাধু ও প্রতারণামূলক কার্যক্রম থেকে সাবধান থাকার জন্য প্রার্থীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে।