এমটিনিউজ২৪ ডেস্ক : কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে বলে আশা করছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন, আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমানো হয়েছে। আশা করছি এর সুফল পাবে ভোক্তারা। এটা নিশ্চিত করার জন্য সংশিস্নষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বায়িং হাউজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পেরেছে কি না বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না, জিনিসপত্রের দাম যে কমছে না। অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে, সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না। তবে দৃশ্যমান কমেছে কি না সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন।’
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সালেহউদ্দিন বলেন, ‘জিনিসপত্রের দাম কমাতে অলরেডি টাস্কফোর্স হচ্ছে।
আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এগুলোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তারও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়েও কাজ চলছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলেছি।
সরকারের কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দৃশ্যমান অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের সমস্যা ছিল, সেসব ব্যাংক পুনর্গঠন করা হচ্ছে। তারল্যের যে সমস্যা ছিল, সেটা সমাধান করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। অন্যান্য সংস্কারের বিষয়েও আলোচনা হচ্ছে।