শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯:৩৫

ফরহাদ মজহারের কারণে অনেকের লুঙ্গি খুলে যাওয়ার শঙ্কা হচ্ছে : গোলাম মাওলা রনি

ফরহাদ মজহারের কারণে অনেকের লুঙ্গি খুলে যাওয়ার শঙ্কা হচ্ছে : গোলাম মাওলা রনি

এমটিনিউজ২৪ ডেস্ক : সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফরহাদ মজহারকে নিয়ে লিখেন তিনি।

গোলাম মাওলা রনি লিখেছেন, কবি ফরহাদ মজহারের মতো সাহসী মানুষ বাংলাদেশে আছেন ভেবে আশাবাদী হয়ে উঠি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী মানুষ ফরহাদ মজহার।

ফরহাদ মজহারের অনেক মতের সঙ্গে একমত নন বলে জানিয়েছেন গোলাম মাওলা রনি।

গোলাম মাওলা রনির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো –
“কবি ফরহাদ মজহারের কথা যতই শুনছি ততই অবাক হচ্ছি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মজহার যে এখনো বাংলাদেশে আছেন তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!

আমি তার অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তার চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি! তাকে যারা দলদাস ভেবেছিলেন এবং তার বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন তাতে অনেকের লুঙ্গি খুলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে!”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে