রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৫:০৫

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি

এমটিনিউজ২৪ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া কারাবন্দি ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন দেশে ফিরেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে তারা দেশে ফিরেন।

তাদের ২ জন ঢাকায় শাহজালাল আনর্জাতিক বিমানবন্দর ও ১২ জন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অর্ভ্যথনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা। তারা বিদেশে কারাবন্দি থাকার অভিজ্ঞতার কথা জানান। এর আগে বিকেলে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফেরার তথ্য জানানো হয়।

বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করার সময় যাবজ্জীবনসহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন ৫৭ বাংলাদেশি। 

পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একইসাথে, দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে