এমটিনিউজ২৪ ডেস্ক : গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) নগরীর হালিশহর থানার বড়পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ফজলুল করিম সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক।
স্থানীয়রা জানান, নগরের হালিশহরে আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ গাড়ি আটকে রেখে চাঁদা দাবি করেন ফজলুল করিম।
বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার ডিউটি অফিসার এসআই রাজিব।
তিনি বলেন, ফজলুল করিম থানা হাজতে আছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।