এমটিনিউজ২৪ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অথরাইজেশন উইংয়ের সমন্বয়ক সারজিস আলম বলেন, রাষ্ট্র সংস্কারে যৌক্তিক সময়ের পরই নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুগান্তরে শনিবার প্রথম পৃষ্ঠায় “এখনই নির্বাচনে ‘না’ ছাত্র-জনতার” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারে এক বছর সময় দিতে চাই’-এ ধরনের বক্তব্য আমি দেইনি।
সারজিস আলম আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনই শুধু একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে। নির্বাচনের জন্য যেমন নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন তেমনি রাষ্ট্রের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কার প্রয়োজন। আমরা মনে করি, রাষ্ট্র সংস্কার একটি বৃহৎ প্রক্রিয়া।
রাষ্ট্রের যে সিস্টেমগুলো দীর্ঘদিন থেকে অকেজো হয়ে পড়েছে সেগুলোর সংস্কার প্রক্রিয়া কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। কিছু ক্ষেত্রে সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার অবস্থায় আছে। শহিদের রক্তে রঞ্জিত নতুন বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় বলেও মন্তব্য করেন তিনি।