রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৩:৫১

শেখ হাসিনার বিষয়ে নজর রাখবে ঢাকা

শেখ হাসিনার বিষয়ে নজর  রাখবে ঢাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : কোথায় আবাস গড়বেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দেশে ফিরবেন কবে? নাকি ভারতেই রাজনৈতিক আশ্রয় নিয়ে থেকে যাবেন? শেখ হাসিনাকে নিয়ে ঘুরেফিরেই সামনে আসছে এসব প্রশ্ন। এর আগে গুঞ্জন ছড়ায় ইউরোপের বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন তিনি।

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করছেন বা রাজনৈতিক আশ্রয় নিবেন কিনা সে বিষয়ে নজর রাখবে ঢাকা।

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি না করলে দেশবাসী শান্তি পাবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রবিবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। দেওয়া উচিত কিনা এক্ষেত্রে এটা দেখার বিষয়, সেটা আমরা দেখব।

শেখ হাসিনার ভারতে রাজনৈতক আশ্রয় নিশ্চিত হলে বাংলাদেশ প্রতিবাদ জানাবে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সেই পরিস্থিতি এলে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এটা ভালো হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের কোনো বাধ্যবাধকতা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়। চুক্তি আছে আমাদের। চাইলে দিতে পারার কথা।

এখানে লিগ্যাল প্রসেস থাকে। আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চায় তাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব।

ভারতে শেখ হাসিনার অবস্থানের স্ট্যাটাস কী, তিনি কী হিসেবে থাকছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা বরং ভারতীয়দের জিজ্ঞেস করুন। লাল পাসপোর্ট অটোম্যাটিকালি বাতিল হয়েছে। এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কী স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে