সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৬:০২

তরুণদের জন্য যে বিরাট সুখবর নিয়ে আসছে টেলিটক

তরুণদের জন্য যে বিরাট সুখবর নিয়ে আসছে টেলিটক

এমটিনিউজ২৪ ডেস্ক : তরুণদের জন্য বিরাট সুখবর, জেন-জি প্যাকেজ আনতে যাচ্ছে টেলিটক। আজ (সোমবার) গুলশানে প্রধান কার্যালয় পরিদর্শনকালে টেলিটক কর্মকর্তারা আইসিটি উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে এটি চালু করার প্রস্তাব দিলে তিনি প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় কর্মকর্তাদের টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করে হচ্ছে। গ্রাহক সেবা মনিটরিং করার পাশাপাশি সক্ষমতার মধ্যে থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।

উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তারা জানান, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) চলতি মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট (সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন) জমা দেবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে