মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৭:২১

রাষ্ট্রযন্ত্রের সব শাখায় ক‌ওমি শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে: চরমোনাই পীর

রাষ্ট্রযন্ত্রের সব শাখায় ক‌ওমি শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে: চরমোনাই পীর

এমটিনিউজ২৪ ডেস্ক : রাষ্ট্র সংস্কারে ছাত্ররা ব্যস্ত থাকার সুযোগে পতিত গোষ্ঠী দখলদারিত্বে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সোমবার (৯ সেপ্টেম্বর) চরমোনাই মাদ্রাসা ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছে। সংখ্যালঘুদের জানমাল ও তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তায় কাজ করেছে। কিন্তু একদল পতিত গোষ্ঠী সুযোগের অসৎ ব্যবহারের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করতে মাঠে নেমে লুটপাট, চাঁদাবাজি ও দখলদারির অপরাজনীতি শুরু করেছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল সাহাবাদের অনুসরণের মাধ্যমে নৈতিক ও আদর্শিক মানবজীবন‌ গঠনের প্রত্যয়ে। অতএব উত্তম আদর্শ চর্চার মাধ্যমে দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যেতে হবে। ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর টেকস‌ই পরিবর্তন আনতে আদর্শিক ছাত্র-জনতাকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

প্রধান‌ বক্তা শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং কাঠামোগত সংস্কার নিয়ে আসুন। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে পুনরায় ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন ও‌ অপকৌশল প্রয়োগের সুযোগ নেবে ছাত্রলীগ।

তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে অবহেলিত ক‌ওমি শিক্ষাব্যবস্থা। এর আগে ক‌ওমি শিক্ষাব্যবস্থায় স্বীকৃতির নামে যে প্রহসন হয়েছে, তা সংস্কার করে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়ে যথাযথ পদ্ধতিতে স্বীকৃতির বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রযন্ত্রের সব শাখায় ক‌ওমি শিক্ষার্থীদের ভূমিকা রাখার সুযোগ করে দিতে হবে।

চরমোনাই মাদ্রাসা শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকীকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরমোনাই মাদ্রাসার নাজেমে তালিমাত মাওলানা আব্দুল কাদের, সিনিয়র মুহাদ্দিস মুফতি নুরুল আলম সিদ্দিকী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ শাহজালাল, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ সাঈদুল ইসলামসহ শাখার নেতাকর্মীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে