এমটিনিউজ২৪ ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ঢাকা সিটিতে চাঁদাবাজ রুখতে পুলিশ প্রশাসনকে সহায়তা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময়ই শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় জনগণের পক্ষে কাজ করে। বিগত ফ্যাসিস্ট সরকার পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিল্লিতে উড়াল দিয়েছে। এ থেকে পুলিশকে শিক্ষা নিতে হবে।
সোমবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ কখনো দলদাস হলে তাদের পরিণতি এমনই হয়ে থাকে। পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে হলে তাদেরকে দায়িত্বশীলতার সঙ্গে অনেক কাজ করতে হবে। পুলিশ বাহিনীকে জনবান্ধব ও নৈতিকভাবে উন্নত করতে এই বাহিনীর বিভিন্ন স্তরে উলামায়ে কেরামের পদায়নের সুযোগ সৃষ্টি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, আলাউদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) আমিনুল হক তালুকদার, হাফেজ নাজমুল হাসান প্রমুখ।