এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শাহবাগে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নিচে পড়ে তানিয়া খানম (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জাদুঘরের সামনে ঘটে এই দুর্ঘটনা।
নিহতের স্বামী হাসিব শেখ বলেন, আমার স্ত্রী অসুস্থ ছিলেন। আমি তাকে ডাক্তার দেখিয়ে হাজারীবাগের গনকটুলি বাসায় রিকশা করে ফিরছিলাম। যাওয়ার পথে শাহবাগ জাদুঘরের সামনে রিকশা থেকে নিচে পড়ে যান তানিয়া। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।