এমটিনিউজ২৪ ডেস্ক : নিত্যপণ্যের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়েছে মুরগির দাম। ডজনে ১০ টাকা বেড়েছে ডিমের দাম। তবে দাম কমেছে আলুর। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা কমেছে আলুর দাম।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে৷ নগরীর মিরপুর-১ নম্বর, মোহাম্মদপুর ও ধানমন্ডির শংকর এলাকা ঘুরে দেখা যায়, কেজিতে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগীর দাম।
গত সপ্তাহে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া ব্রয়লার মুরগী শুক্রবার ১৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
মোহাম্মদপুর ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ব্যবসায়ীদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে পাইকারি বাজারের উপর দায় চাপান তারা।
মুরগীর পাশাপাশি বেড়েছে ব্রয়লারের ডিমের দামও। বাজারে ১৬০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে ছোট আকারের ডিম। আকারে বড় ডিমের ডজন ১৭০ টাকা৷ বাজারে ১৭০ টাকা ডজন দরে বিক্রি হওয়া ডিম গত সপ্তাহে ছিলো ১৬০ টাকা। আবার এই ডিম মহল্লার দোকানে বিক্রি হচ্ছে ১৮০ টাকা ডজন দরে।
দাম কমেছে আলুর। সপ্তাহের ব্যবধানে ৫ টাকা কমে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। তবে মিরপুর-১ নম্বর শাহ আলী বাজারে আলু মিলছে ৫০ টাকা কেজি দরেও। বাজারে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
সপ্তাহের ব্যবধানে কিছু পণ্যের দাম ওঠানামা করলেও আগের অবস্থাতেই দেখা গেছে সবজির দাম। বাজারে শসার কেজি ৪০ টাকা, করলা ৬০ টাকা, লাউ ৪০ টাকা পিস, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শিম ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, কচুরমুখী ৫০ টাকা, মুলা ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুরলতি ৫০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷
তবে ১৮০ টাকা থেকে বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি দরে।