শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:১৯:৫৪

জানেন শুল্ক কমানোর পর কত হলো পেঁয়াজ-আলুর দাম?

জানেন শুল্ক কমানোর পর কত হলো পেঁয়াজ-আলুর দাম?

এমটিনিউজ২৪ ডেস্ক : পেঁয়াজ ও আলুর বাজারে আমদানি শুল্ক কমানোর তেমন প্রভাব পড়েনি। প্রতিকেজি আলু ৫০ থেকে ৬০ টাকা ও দেশি জাতের পেঁয়াজ ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, বেশিরভাগ সবজি ৬০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলেন, বিভিন্ন ধরণের সবজির দাম কিছুটা কমেছে। তবে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। এজন্য কার্যকর তদারকির অভাবকে দায়ী করেছেন তারা।

এদিকে, বাজারে আমদানি জাতের আলু নেই বললেই চলে। দোকানিরা বলেন, হিমাগার থেকে চড়া দামে আলুর যোগান দেয়া হচ্ছে। খুচরা দোকানে এর প্রভাব পড়ছে।

দোকানিরাা আরও বলেন, সীমিত লাভে পণ্য বিক্রি করছেন তারা। উৎপাদন ও সরবরাহ পর্যায়ে দাম না কমানো দরকার। অন্যথায় ভোক্তা পর্যায়ে এর সুফল মিলবে না।

প্রসঙ্গত, গত সপ্তাহে দাম কমাতে আলু ও পেঁয়াজের আমদানিতে শুল্ক কমায় সরকার। আলু আমদানির ক্ষেত্রে শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়। পাশাপাশি আলু আমদানিতে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও তুলে নেয়া হয়। তাছাড়া, পেঁয়াজের ওপর ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্কও সম্পূর্ণ প্রত্যাহার করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে