এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তাইয়ান আহমদ ফাহাদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ব্রাহ্মণহাতা নামক এলাকার রাধিকা-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাইয়ান আহমদ ফাহাদ বাঞ্ছারামপুর পৌর এলাকার হুমায়ূন কবিরের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য।
দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন সরকারসহ দুজন আহত হয়।
স্বজনদের সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাধিকা-নবীনগর সড়ক দিয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন ফাহাদ। এসময় নবীনগর উপজেলার বাহ্মণহাতা এলাকায় এলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তাইয়ান আহমদ ফাহাদ, বর্তমান কমিটির সচিব লিটনসহ তিন জন আহত হন। পরে স্থানীয়রা তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তাইয়ান আহমদ ফাহাদ নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।