সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩৫:৫৪

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনতা

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় জনতা

এমটিনিউজ২৪ ডেস্ক : সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আটক হয়েছেন। ময়মনসিংহ উপজেলার ধোবাউড়া থানায় আছেন তারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।
 এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ।

গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনি সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে