শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৫:১২

আমদানির পর দাম কমে হিলিতে আলুর কেজি কত হলো জানেন?

আমদানির পর দাম কমে হিলিতে আলুর কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : আড়াই মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবার আলু আমদানি শুরু হয়েছে।  এসব আলু সব খরচ মিটিয়ে ৩৫ টাকা কেজিতে বাজারে বিক্রি করা যাবে বলে  জানিয়েছেন আমদানিকারকরা।

 বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলায় এ আলু সরবরাহ শুরু করেছেন বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় ট্রাক আলু নিয়ে হিলি স্থলবন্দরে আসে। এদিন সন্ধ্যা পর্যন্ত দুটি ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি করা হয়।  

তার আগে গত ৮ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ আলু আমদানি করা হয়।  ভারতের সারথি এক্সিম প্রাইভেট লিমিটেড এসব আলু রপ্তানি করেছে। আর বাংলাদেশের প্রিয়ম এন্টারপ্রাইজ সেগুলো আমদানি করেছে।  

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক আনোয়ার হোসেন জানান, বাড়তি শুল্কের কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা আলু আমদানি করছিলেন না। এতে দফায় দফায় দেশের বাজারে আলুর দাম বেড়েছে। গত ৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২৫ শতাংশ আমদানি শুল্ক থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে দেয় সরকার। সেই সঙ্গে ৩ শতাংশ নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় আবার আমদানি শুরু করেন ব্যবসায়ীরা।  

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ জানান, প্রতি টন আলু  ১৮০ মার্কিন ডলারে আমদানি হচ্ছে,  যা কেজিতে ২১ দশমিক ৬ টাকা পড়েছে। আমদানিকারকরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি দরে আমদানি করা আলু বিক্রি করবেন। খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে