সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯:৫৬

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী

দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : সাভারে মাওলানা আফসার উদ্দিনের মাজার শরীফে হামলার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলায় কয়েকজন আহত হয়েছে। তবে দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় মাজারে ভাঙচুর করেত পারেনি হামলাকারীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জুয়েল মিঞা।

এর আগে রাত সাড়ে ১১টার দিকে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকলিয়া এলাকায় ওই মাজার শরীফে হামলার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুফি আত্মপ্রকাশ নামে একটি পেজ থেকে রাত সাড়ে ১১টার দিকে লাইভে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইনি সহায়তা চাওয়া হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, মাজার শরিফে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে হামলাকারীরা। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নিরাপত্তায় কাজ করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে