মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ১০:৪৫:৪০

এবার গ্রেফতার সাবেক এমপি ও তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী

এবার গ্রেফতার সাবেক এমপি ও তারকা ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী

এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক এই তারকা ফুটবলারকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাবের মিডিয়া উইং।

আব্দুস সালাম মুর্শেদী খুলনা-৪ (তেরখাদা-দিঘলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দুইবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

র‍্যাব জানায়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে