শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ১০:০২:৫০

সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতি

 সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে মোহাম্মদপুরে দুর্ধর্ষ ডাকাতি

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ।

শুক্রবার (১১ অক্টোবর) গভীর রাতে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বাসার বাসিন্দারা জানান, রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মাদপুর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যৌথবাহিনীর পরিচয় দিয়ে একটি বাসায় ঢোকে একদল মানুষ। বাড়ির মালিকের কাছে অস্ত্র আছে, এমন অভিযোগ তুলে ভাঙচুর করা হয় বাসার আসবাবপত্র, তল্লাশি করা হয় বেশ কিছু আলমারি।

একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়। এসময় লুট করা হয় নগদ টাকা, স্বর্ণালংকার। ভবনের বাসিন্দারা অভিযোগ করেন, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে