এমটিনিউজ২৪ ডেস্ক : ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা (৭৬), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (৭৪), সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মন্ত্রী আব্দুর রহমানের (৭২) নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফরিদপুর সদর উপজেলার মামুদপুর এলাকার বাসিন্দা মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. মুজাহিদুল ইসলাম (৪৬) কোতোয়ালি থানায় মামলাটি করেন।
মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক (৬৮), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সংগঠনের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীদের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলাটি তদন্তাধীন। এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় মামলার বাদী মো. মুজাহিদুল ইসলাম তার স্কুলপড়ুয়া কন্যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নেয়।
মিছিল চলাকালীন ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অন্য শিক্ষার্থীদের মতো তার মেয়েও আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় তিনি উল্লেখ করেন, ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় হামলার পেছনে মূল উসকানি দাতা হিসেবে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।