রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ০৭:৫৭:৪১

বোরকা পরে নারায়ণগঞ্জ ত্যাগ করেছেন শামীম ওসমান?

বোরকা পরে নারায়ণগঞ্জ ত্যাগ করেছেন শামীম ওসমান?

এমটিনিউজ২৪ ডেস্ক : শামীম ওসমান। কারও কাছে পরিচিত গডফাদার হিসেবে। আবার কারও কাছে প্রভাবশালী নেতা হিসেবে। তবে, ক্ষমতায় থাকতে তাকে অনেকেই ‘সিংহ পুরুষ’ হিসেবে অবহিত করতেন। দুর্দান্ত প্রভাবশালী এ ব্যক্তি গত ১৬ বছর কোনো না কোনোভাবে ছিলেন আলোচনায়। ছিলেন সমালোচনায়ও। 

কখনও কথায়, কখনও কোনো ঘটনা ঘটিয়ে। ছাত্রজীবন থেকেই তিনি আলোচনায় আসেন তোলারাম কলেজের ভিপি হওয়ার পর থেকে। বিরোধী দলের লোকজন তো বটেই, নিজ দলের লোকও তার বিরুদ্ধে ছিলেন। বিপরীত দিকে আবার তার ছিলেন অসংখ্য কর্মী-সমর্থক আর শুভাকাঙ্ক্ষী।

রাজনৈতিক পরিবারে জন্ম শামীম ওসমান মঞ্চে যেমন ছিলেন বাকপটু, তেমনি রাজনৈতিক সিদ্ধান্তেও ছিলেন সিদ্ধহস্ত। রাজনৈতিকজীবনে যেমন কাঁপিয়েছিলেন রাজপথ, তেমনি সংসদেও তার বক্তব্য অনেক সময় ঝড় তুলেছিল। 

নানা কারণে তিনি সংবাদের শিরোনাম হয়েছিলেন সময়ে সময়ে। ছাত্রজীবনে জিয়াউর রহমানের গাড়িবহর আটকে দিয়ে যেমন আলোচনায় আসেন। তেমনি খালেদা জিয়ার লংমার্চের গাড়িবহর আটকে দিয়ে বিতর্কের জন্ম দেন। 

টানবাজার প'তি'তাপ'ল্লী উচ্ছেদ করেও আসেন আলোচনায়। একইভাবে গোলাম আজমকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেও রাজনীতি মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেন। তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ‘খেলা হবে’ বলেও ‘না খেলে’ দুবার দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাকে। একবার ২০০১ সালে, আরেকবার ২০২৪ সালের আগস্ট মাসে। তবে দুবারই তাকে বোরকা পরে নারায়ণগঞ্জ ত্যাগ করতে হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।

আওয়ামী লীগের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালের ২৩ জুন শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর বাসা বায়তুল আমানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। 

তবে, আওয়ামী লীগের আরেকাংশের মতে, বঙ্গবন্ধু নারায়ণগঞ্জের পাইকপাড়াস্থ মিউচুয়াল ক্লাবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। শামীম ওসমানের দাদার পর তার বাবাও ছিলেন দাপুটে রাজনীতিবিদ। সেই সূত্র ধরেই তার রাজনীতিতে পদার্পণ আর প্রভাব বিস্তার। তবে, ব্যক্তি শামীম ওসমান পরিবারের রাজনীতির ইমেজের বাইরেও আলোচিত-সমালোচিত নানা কর্মকাণ্ডের কারণে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে