সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ০৬:৫০:৩৮

ফল প্রকাশ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার

ফল প্রকাশ ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার

এমটিনিউজ২৪ ডেস্ক : ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হয়েছেন, এবং গড় পাসের হার ২৪ শতাংশ। সোমবার (১৪ অক্টোবর) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে।

এর আগে ১৫ মে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল, যেখানে গড় পাসের হার ছিল ৩৫.৮০ শতাংশ। স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন চাকরিপ্রার্থী পাস করেন।

ফলের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন আবেদনকারী মধ্যে গত ১৫ মার্চের প্রিলিমিনারি পরীক্ষায় ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন অংশ নেন, এবং ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২ ও ১৩ জুলাই অনুষ্ঠিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে