সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ০৯:৫৮:৩৩

লঘুচাপ সৃষ্টি, যেদিন থেকে আবারও বাড়বে বৃষ্টি

লঘুচাপ সৃষ্টি, যেদিন থেকে আবারও বাড়বে বৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বলে আজ সোমবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপও সৃষ্টি হয়েছে আজ।

মৌসুমি বায়ু বিদায় নেওয়ায় সোমবার সারা দেশে বৃষ্টি ছিল না বললেই চলে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিনও আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে।

তবে বিচ্ছিন্নভাবে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টিও হতে পারে। লঘুচাপের প্রভাবে ১৭ অক্টোবরের পর বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা কালের কণ্ঠকে বলেন, ‘মৌসুমি বায়ু দেশ থাকে পুরোপুরি বিদায় নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দেশ থেকে অনেকটাই কমে গেছে বৃষ্টি।

আগামী কিছুদিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। মূলত পূবালি ও পশ্চিমা বাতাসের সংমিশ্রণে এই বৃষ্টি হতে পারে।’

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সম্পর্কে শাহানাজ সুলতানা বলেন, এটি এখনও বাংলাদেশ থেকে অনেকই দূরে আছে। এর অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে, মিয়ানমারের দিকে। এর প্রভাবে হয়তো ১৭ অক্টোবরের পর বৃষ্টি বাড়তে পারে।  

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

পরবর্তী দুইদিনে (বুধ ও বৃহস্পতিবার) বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সোমবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরে ৫১টি পর্যবেক্ষণাগারের মাত্র একটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে আজ। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রংপুরে রেকর্ড করা বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র ৬ মিলিমিটার।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার, খুলনা ও বাগেরহাটের মোংলায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে