রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ০৩:৪৩:০০

লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, সেই কিং আলীকে বহিষ্কার করল বিএনপি

লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ, সেই কিং আলীকে বহিষ্কার করল বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম নগর বিএনপি নেতা মামুন আলী প্রকাশ ওরফে কিং আলীকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়।

এ ছাড়া ১১ অক্টোবর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় মো. ইমন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়ায় পাঁচলাইশ থানার বিএনপির গবেষণা সম্পাদক হাফিজ উদ্দিনকেও বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের দুজনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর, দখলচেষ্টা এবং মালপত্র ও নগদ লুটপাটের অভিযোগে করা মামলায় গত বৃহস্পতিবার রাতে কিং আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন কিং আলী এবং তাঁর ভাই লোকমান আলীর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলাটি করেন এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আরিফ মঈনুদ্দীন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে