বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১০:২৯:৪১

সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

 সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : হজের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ২০২৫ সালে সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না। শুধু হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই সরকারি অর্থে হজে যেতে পারবেন। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বছর সরকারি অর্থে কেউ হজে যাবে না। হজের ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেসসচিব শফিকুল আলম প্রমুখ।

জাহাজে হজে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌদি সরকার বলেছে যদি আমরা নৌপথে পাঠাতে চাই তবে কোনো আপত্তি নেই। হাজিদের আগ্রহের ওপর নির্ভর করবে এই প্রক্রিয়া।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে