বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ১০:৪২:২৪

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, যত জনের মৃত্যু

যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, যত জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নরসিংদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৭ জন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত শাহ আলম হবিগঞ্জের বাসিন্দা।

ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক সোহেল সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ফাহিমা এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস শিবপুরের সৈয়দনগরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক সোহেল সারোয়ার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গেলে অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের শুধু নাম ও জেলার পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিক বিস্তারিত পরিচয় পাওয়া জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাস দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে