শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ০৮:৩৮:২২

ছাত্রলীগের সভাপতি হয়েই তিনি এখন কয়েক শ কোটি টাকার মালিক!

ছাত্রলীগের সভাপতি হয়েই তিনি এখন কয়েক শ কোটি টাকার মালিক!

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা তরুণ এস এম সাদ্দাম হোসেন। কিছুদিন আগে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতির পদ পান তিনি।

এরপর রাজনৈতিক প্রভাবে পাহাড় কেটে সাবাড়, একের পর এক জমি রেজিস্ট্রি, স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে মা''দ''ক ব্যবসা, অপরাধ জগতের কোনো কিছুই বাদ যায়নি তাঁর হাত থেকে। এভাবে গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদ।

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ‘আপন লোক’ পরিচয়ে সব জায়গায় প্রভাব খাটিয়ে সাদ্দাম হোসেন নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। 

অনেকের মতে, তিনি এখন কয়েক শ কোটি টাকার মালিক। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এই নেতা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে