শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১২:০৯:৪২

অবশেষে স্বস্তি ফিরল সবজির বাজারে, কাঁচামরিচের আকাশছোঁয়া দামেরও অবসান

অবশেষে স্বস্তি ফিরল সবজির বাজারে, কাঁচামরিচের আকাশছোঁয়া দামেরও অবসান

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা কয়েক সপ্তাহ উত্তাল থাকার পর এবার স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কমেছে সকল সবজির দাম। এমনকি কাঁচামরিচের আকাশছোঁয়া দামেরও অবসান ঘটেছে।

শুক্রবার সকালে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ২৪০ টাকা কেজি দরে বিক্রি করে কাঁচামরিচ। যা এক সপ্তাহ আগেও ৪০০ টাকার বেশি দামে বিক্রি হয়েছিল। চলতি মাসের প্রথম সপ্তাহে ৬০০ টাকায়ও বিক্রি হয়েছিল কাঁচামরিচ।  নগরীর মোহাম্মদপুরের একাধিক বাজার ঘুরে দেখা যায়, বাজারে বিক্রি হওয়া সব সবজির দামই কমেছে। 

৮০ থেকে ১০০ টাকা পিস দরে বিক্রি হওয়া লাউ এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। শতকের ঘর থেকে নেমে করল্লা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। বাজারভেদে টমেটো মিলছে ১৮০ থেকে ২০০ টাকায়।

৫০ এর ঘর থেকে নেমে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। এছাড়া চিচিঙ্গা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, শশা ৬০ টাকা, পটল ৫০-৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মুলা ৫০-৬০ টাকা, গাজর ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ 

শীতের আগাম সবজির মধ্যে বাজারে শিমের দেখা মিলেছে। কেজি ১৫০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা পিস দরে। 
কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। বরবটি ৮০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে কাঁকরোল।  

এছাড়া লেবুর হালি ২০ টাকা। ধনিয়া পাতার কেজি ২০০ টাকা। বিক্রেতারা জানান, শুক্রবার হওয়ায় ধনিয়া পাতার দাম কিছুটা বেড়েছে। গতকাল এই ধনিয়া পাতা ছিল ১৫০ টাকা কেজি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে