এমটিনিউজ২৪ ডেস্ক : চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ কর্মী রুপা খাতুনকে (৩৭) আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে সাত লাখ টাকা উদ্ধার করেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি খালেদুর রহমান বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদের জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার কাছ থেকে একটি এয়ারগান, একটি হাঁসুয়া, একটি বঁটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় ম'দের বোতল পাওয়া যায়।’ তিনি আরো বলেন, ‘তার কাছ থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা পাওয়া গেছে।
রুপা খাতুন জানিয়েছেন, টাকাগুলো জমি বিক্রির। জমি বিক্রির প্রয়োজনীয় প্রমাণাদিও পাওয়া গেছে। টাকাগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে আরো বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোর তদন্ত চলছে।’
রুপার বিরুদ্ধে মা'দকের কারবার, দে'হব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ আছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। দুটি মামলায়ই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।