এমটিনিউজ২৪ ডেস্ক : জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম জাতীয় পার্টিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যখন বিএনপি-জামায়াতের ভাইদের অত্যাচার করে জেলে পাঠিয়েছিল, তখন কোথায় ছিল এই দোসররা? এই সুবিধাবাদীরা চৌদ্দ, আঠারো এবং চব্বিশের নির্বাচনে গাড়ি, বাড়ি ও সেফটি পাওয়ার জন্য, টেন্ডারবাজি, চাঁদাবাজি করার জন্য খুনি হাসিনা সরকারকে বৈধতা দিয়েছে।’
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ‘রাষ্ট্র পুনর্গঠন এর তারুণ্যের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সারজিস আলম।
সারজিস আরো বলেন, রংপুরে মহাসমাবেশ আয়োজন করা হবে। সেখানে নাহিদ, আসিফ ও হাসনাতও উপস্থিত থাকবেন।
এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলী, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিক, রংপুর ও বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা।