শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৫২:১৭

মধ্যরাত থেকে নিখোঁজ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক রবিউল আউয়াল

 মধ্যরাত থেকে নিখোঁজ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক রবিউল আউয়াল

এমটিনিউজ২৪ ডেস্ক : গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সহ সম্পাদক পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামের বাসিন্দা রবিউল আউয়াল অন্তর (৩০) বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন। তিনি কলাপাড়া পৌরশহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রাতে বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তার খোঁজ পাচ্ছেন না স্বজনরা।

কলাপাড়া থানা পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের পায়রা পোর্ট ফোরলেন ও সিক্সলেন সড়কের মাঝ বরাবর রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করেছে। এর কিছু দূর থেকে একটি হেলমেটও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় কলাপাড়া থানায় একটি জিডি করা হয়েছে। অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ করেছেন। তিনি জানান, কলাপাড়া পৌর শহরের ডিজিটাল প্রিন্টিং প্রেস ‘গ্রাফিক্স ওয়াল’ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে গতকাল রাত ১১টার দিকে বাড়িতে ফিরছিল অন্তর। গভীর রাতে থানার কল পেয়ে বিষয়টি জানতে পারি।

অন্তরের বাবা সোলায়মান বলেন, আমার ছেলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায়, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। বিষয়টি নিয়ে আমরা আতঙ্ক আর উৎকণ্ঠায় রয়েছি।

ঢাকার সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী বনি আমিন সিফাত এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রবিউল আউয়াল অন্তরকে দ্রুত খুঁজে বের করার দাবি জানান।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, মোটরসাইকেলটি সেখানে পার্কিং করা দেখে পায়রা পোর্ট ফোরলেন সড়কের নিরাপত্তা কর্মীরা থানায় অবহিত করলে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করে। মোটরসাইকেলের সামনে রবিউল আউয়াল অন্তর লেখা রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে