এমটিনিউজ২৪ ডেস্ক : দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহ'মান চৌধুরী বলেছেন, বিপ্লব বা অভ্যুত্থানের সময় আমি দেশে ছিলাম না। ৩রা আগস্ট রাতে আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।
কবি, বিশ্লেষক ও চিন্তক ফরহাদ মজহারের এক লেখার জবাব দিতে গিয়ে সাপ্তাহিত রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে প্রকাশিত এক লেখায় একথা জানান তিনি।
তিনি বলেন, ফরহাদ মজহার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন আমরা যেমন প্রশংসা করি, ঠিক তেমনি এই প্রশ্ন তিনি শুরুতে কেন আনেননি, তার জন্য তার প্রতি প্রশ্ন জারি রাখতে চাই।
পদত্যাগপত্র নাই, যদি আমরা তা বুঝতে পারি একজন দক্ষ অনুসন্ধানী সাংবাদিক হয়েও তিনি বুঝতে এত দেরি করলেন কেন? তিনি প্রশ্নটা তুলেছেন যখন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে।
তার প্রতিবেদনে চুপ্পুর পক্ষে সাফাই গাইবার সুর আছে। সেটা সাংবাদিক হিসেবে মতিউর রহমান চৌধুরীর বদান্যতা হতে পারে, অতএব আমরা তার বিচক্ষণ সাংবাদিকসুলভ নিরপেক্ষতার প্রশংসা করি বটে।
কিন্তু শুরুতে আমরা যখন প্রশ্ন তুলেছিলাম তখন তিনি পদত্যাগপত্রের জন্য অনুসন্ধান করলেন না, কিন্তু এখন কেন? এই প্রশ্ন আমাদের রইলো। এই প্রশ্ন থেকে যাবে। তিনি কি চুপ্পুকে সরাতে চান, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের খায়েশ অনুযায়ী সেনাসমর্থিত উপদেষ্টা সরকার আরও মজবুত করতে চান?
আমরা আবার নতুন রূপে এক এগারো ঘটানো দেখবো কি? অতএব চুপ্পু এবং তার রক্ষাকর্তা জেনারেলদের প্রশ্নও সমান মাত্রায় রাজনৈতিক বিষয় হয়ে উঠেছে। একে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই।’
ফরহাদ ভাইয়ের প্রশ্নের জবাবে বলতে চাই- কোনো বিতর্কে আমি জড়াতে চাই না। আগেই বলেছি, ইতিহাসের সত্য উদ্ঘাটন করতেই এই বিষয়টি নিয়ে খোঁজাখুঁজি করেছি। আগে কেন করলাম না- এই প্রশ্নের জবাবও দেয়া দরকার।
ফরহাদ ভাই নিশ্চয় জানেন, বিপ্লব বা অভ্যুত্থানের সময় আমি দেশে ছিলাম না। ৩রা আগস্ট রাতে আমাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।