এমটিনিউজ২৪ ডেস্ক : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এবার নেপালে ৪২ টন আলু রপ্তানি করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এই আলু পাঠানো হয়েছে। থিংকস টু সাপ্লাই নামের একটি রপ্তানীকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আলুগুলো প্রেরণ করেছে আল এন্টারপ্রাইজ নামের একটি সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান।
বিকেলে সিএন্ডএফ এজেন্টের কর্মচারী সোহেল রানা জানান, আমরা থিংকস টু সাপ্লাই নামের রপ্তানীকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আলুগুলো নেপালের অপেক্ষা সবজি ভান্ডারে পাঠালাম। আলুগুলো রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের পরিদর্শক উজ্জল হোসেন জানান, আজও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ৪২ টন আলু নেপালে পাঠানো হয়েছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, আজকেও নেপালে ৪২ মেট্রিক টন আলু রপ্তানির জন্য পাঠানো হয়েছে। এর আগে ১৯ জানুয়ারিতে বন্দরটি দিয়ে একই প্রতিষ্ঠান নেপালে ৪২ মেট্রিক টন আলু রপ্তানী করেছে।