সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ০৯:২২:৩১

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান, বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের অভিযান, বিপুল পরিমাণ টিসিবির পণ্য জব্দ

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমান ভোজ্যতেল ও ডাল উদ্ধার করা হয়েছে। 

এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ঢাকা মহানগরের লালবাগ থানাধীন নবাবগঞ্জ বাজারে যৌথ অভিযান চালায়। সেখানকার মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয় যার অনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে