এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) রাতে সেনাবাহিনীর ৯টি দল এই অভিযান পরিচালনা করে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মা'দ'ক সম্রাট বুনিয়া সোহেলের খোঁজে অভিযান চালানো হয়। বিহারি ক্যাম্পে মা'দ'কের সাম্রাজ্য চালায় সে। কিন্তু সেনা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সোহেল। তার আস্তানায় অভিযানে একে একে গ্রেফতার করা হয় দলের ৭ সদস্যকে। সেইসঙ্গে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড ও ৩টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
গত রোববার (২৭ অক্টোবর) ‘বুনিয়া সোহেল’ গ্রুপের চালানো এলোপাতাড়ি গুলিতে নিহত হয় ১৩ বছরের এক কিশোর। সেই ঘটনার পরই তাকে গ্রেফতারে নামে সেনাবাহিনী।
সেনাবাহিনীর নেতৃত্বে গত ১৫ দিনে মোহাম্মদপুর এলাকায় ৮টি অভিযান চালানো হয়েছে। মোহাম্মদপুর এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।